আলোচনা সভায় ফরহাদ মাজহার
সংবিধানের দ্বারা, প্রতিষ্ঠানের দ্বারা ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্পর্কের দ্বারা যে রাষ্ট্রটা আমাদের উপর জোকের মতো বসে আছে এ থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলা বাতুলতা মাত্র বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মাজহার।
বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।
জুলাই গণঅভ্যত্থানের মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতা’ মুক্ত রাষ্ট্র গঠন বলে জানিয়েছেন চিন্তক, লেখক ও গবেষক কবি ফরহাদ মজহার।
অভ্যুত্থানের পরে নতুন গঠনতন্ত্র প্রণয়নে মনোযোগী না হয়ে যারা শুধু নির্বাচন নির্বাচন করছেন তারা পতিত ফ্যাসীবাদী শাসনই ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন। শুধু ব্যালটের মাধ্যমে নয়, রক্ত দিয়েও নির্বাচন হয়। বর্তমান সরকার রক্তের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।